“কিভাবে কথা বলতে হয়”
চলুন মহান আল্লাহর তা’লার কাছ থেকে শিখি…..
.
“কথা বলার পূর্বে সালাম দেওয়া।”
সূরাঃ নূর,আয়াতঃ ৬১
“সতর্কতার সাথে কথা বলো (কেননা প্রতিটি কথা রেকর্ড হচ্ছে)।” সূরাঃ ক্বফ,আয়াতঃ ১৮
“সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলো।”
সূরাঃ বাক্বারাহ,আয়াতঃ ৮৩
“অনর্থক ও বাজে কথা পরিহার করো।”
সূরাঃ আল-মু’মিনূন,আয়াতঃ ০৩
“কন্ঠস্বর নিচু করে কথা বলো।”
সূরাঃ লুকমান,আয়াতঃ ১৯ ; হুজুরাত,আয়াতঃ ২-৩
“বুদ্ধি খাটিয়ে কথা বলো।”
সূরাঃ নামল,আয়াতঃ ১২৫
“সঠিক কথা বলো ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করো।” সূরাঃ আহযাব,আয়াতঃ ৭১-৭২
“গাধার মত কর্কশ স্বরে কথা বলো না।”
সূরাঃ লুকমান,আয়াতঃ ১৯
“উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করো।”
সূরাঃ হা- মীম, সাজদাহ,আয়াতঃ ৩৪
“উত্তম কথায় দাওয়াত দাও।”
সূরাঃ হা-মীম,সাজদাহ,আয়াতঃ ৩৪
“ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।”
সূরাঃ ছফ,আয়াতঃ ০২
“পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা।”
সূরাঃ আ’রাফ আয়াতঃ ১৯৯
“মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা বলবে না।”
সূরাঃ আহযাব,আয়াতঃ ৩২
“মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।”
সূরাঃ ফুরকান,আয়াতঃ ৬৩