Uncategorized

গর্ভাবস্থায় কি তালাক পতিত হয়?

131226468 2970591639709971 641853139511782496 n

প্রশ্ন: মহিলার পেটে বাচ্চা থাকলে/গর্ভবাস্থায় কি তালাক পতিত হয়?

উত্তর:

‘গর্ভাবস্থায় তালাক পতিত হয় না’ এমন একটা কথা সাধারণ লোকদের মাঝে প্রচলিত রয়েছে। কিন্তু এটা নিতান্তই ভ্রান্ত এবং অজ্ঞতা পূর্ণ কথা। বরং গর্ভাবস্থায়ও তালাক পতিত হবে- এ ব্যাপারে আলেমদের মাঝে কোন দ্বিমত নেই।

এ মর্মে হাদিস হল:

সালিম (রাহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে উমর রা. তার স্ত্রীকে হায়েজ বা ঋতুস্রাব চলাকালীন তালাক দিলে উমর রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এর বিধান জানতে চাইলেন। তখন তিনি বললেন:
مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لْيُطَلِّقْهَا طَاهِرًا أَوْ حَامِلاً
“তাকে তার স্ত্রীকে ফিরত নেওয়ার হুকুম দাও। অতঃপর সে যেন তাকে তুহরে (পবিত্র অবস্থা চলাকালে) অথবা গর্ভাবস্থায় তালাক দেয়।”
— সহীহ, ইবনে মাজাহ (২০২৩), মুসলিম
◉ সুনান তিরমিযিতে এসেছে:
الْحَامِلِ يُطَلِّقُهَا مَتَى شَاءَ
“গর্ভবতী স্ত্রীলোক যে কোন সময়ই তাকে তালাক দেয়া যায়।”
(সুনানে তিরমিজী, অধ্যায়: ১১/ তালাক ও লিআন, পরিচ্ছদ: ১. তালাকের সুন্নতি পদ্ধতি, ১৭৭৬ নং হাদিসে আলেমদের অভিমত)

◉ শাইখ আব্দুল্লাহ বিন বায রহ, বলেন:
أن الحامل يقع عليها الطلاق، هذا محل إجماع من أهل العلم، ليس فيه خلاف
“গর্ভবতীর উপরে তালাক পতিত হবে—আলেমগণ এ বিষয়ে সকলেই একমত; এ বিষয়ে কোন দ্বিমত নেই।” [binbaz,org,sa]

তবে তালাক পতিত হলেও তার ইদ্দতের মেয়াদ হল সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। অর্থাৎ অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইল তাকে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে। আল্লাহ তাআলা বলেন:
وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ
“গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। ” [সূরা তালাক: ৪]

আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *