Uncategorized

গোপন পাপ

145645116 1390550704616597 5469885620716074945 n

…………………………….

রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।.এই কথা শুনে সাওবান (রা.) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।”.তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।.কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।’.[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ].আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়ানত করি, লজ্জাস্থানের খেয়ানত করি, মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই – এই হাদিস আমাদের জন্য মহাসতর্কবার্তা। আল্লাহ আমাদেরকে গোপন গোনাহ থেকে রক্ষা করুন। (আমিন)

Leave a Reply

Your email address will not be published.