জুমার দিন জুমার নামাজের আগে ওয়াজ-নসিহত বা দরস প্রদান করা উচিৎ নয়। কারণ প্রখ্যাত সাহাবী আমর ইবনে শুয়াইব তাঁর পিতা থেকে বর্ণনা করেন,
ﻧَﻬَﻰ ﻋﻦِ ﺍﻟﺘَّﺤﻠُّﻖِ ﻳﻮﻡَ ﺍﻟﺠﻤﻌﺔِ ﻗﺒﻞَ ﺍﻟﺼَّﻼﺓِ
(রাসূল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুমার সালাতের আগে (ওয়াজ-নসিহতের) বৈঠক (সভা/হালাকা ইত্যাদি) করতে নিষেধ করেছেন।”
(তিরমিযী, অধ্যায়: সালাত হা/ ৩৩২, নাসাঈ,অধ্যায়: মসজিদ হা/৭১৪, আবু দাউদ,অধ্যায়: সালাত হা/১০৭৯, হাদিসটি হাসান, সুয়ূতী ও আলবানী রহ.)
জুমার দিন জুমার নামাজের আগে ওয়াজ-নসিহত

14
Feb