👉আপনি দূশ্চিন্তায় আছেন?
কোন কারনে মন খারাপ ?
কোন একটা আশা পুরন হচ্ছে না? তাই মানুষের কাছে শেয়ার করছেন?
আপনার সমস্যার সমাধান চান?
“
“
“
“
“
“
“
তবে দেরি কেন?
“
“
“
“
‘
গভীর রাতে ঘুম থেকে উঠে, উত্তম রুপে ওযু করে, তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে সব সমস্যার কথা বলেন। আপনার কষ্ট দূর হয়ে যাবে, সব সমস্যার সমাধান হবে।
আল্লাহ বলেছেন, “রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে”। (সূরা বানী-ইসরাইল : আয়াত ৭৯)।।
জাবের রাদিয়াল্লাহু
আনহু হতে বর্ণিত, তিনি বললেন,
আমি নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম-কে এ
কথা বলতে শুনেছি যে,
“রাত্রিকালে এমন একটি সময় আছে,
কোন মুসলিম ব্যক্তি
দুনিয়া ও আখিরাত বিষয়ক যে কোন
উত্তম জিনিস প্রার্থনা করলে আল্লাহ
তা‘আলা অবশ্যই
তাকে তা দিয়ে থাকেন। ঐ
সময়টি প্রত্যেক রাতে থাকে।”
(মুসলিম)