Uncategorized

দোয়া

122124129 175306557563568 5921231777710675069 n

👉একদিন হঠাৎ করে আপনার দোয়া গুলো কবুল হয়ে যাবে, যে দোয়া করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিলো কান্না ভিজারিত
যে দোয়া তে ছিলো আপনার আকুল আবেদন! যে দোয়া শেষ প্রত্যাশীত দীর্ঘশ্বাস..!!!

সেই দোয়া যখন একদিন হুট করে রব কবুল করে নিবেন, সে দিন ও আপনার চোখ জোড়া ভিজে উঠবে, বড় প্রাপ্তির বিনিময়ে। কারন, অপূর্ণতা পাবে পূর্ণতার ছোঁয়া। ঠুকরে উঠা অপ্রাপ্তি গুলো প্রাপ্তিতে পরিণত হবে।

আপনার ছোট্ট ছোট্ট বোনা স্বপ্নরা পাখা মেলে ছড়াবে বাস্তবে..! তখন হয়তো আপনি আনন্দে কিছু পাওয়ার পূর্ণতায় হয়তো আপনি নির্বাক হয়ে যাবেন।
হয়তো ছলছল করে উঠবে চোখ জোরা।
ভিতর থেকে দীর্ঘ আনন্দের শ্বাস নিয়ে বের হয়ে যাবে একটাই ধ্বনি “আল্লাহু আকবার”..!

আর ফিসফিস করে বলেই ফেলবেন–
“হে আমার রব! আমি তো তোমাকে ডেকে কখনও ব্যর্থ হইনি’ (আল্লহামদুলিল্লাহ

আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু’আ কবুলের সময় (আহমাদ_১৪৬৮৯_মুসলিম_৬৬৮)

দোয়া হচ্ছে প্রত্যেক কল্যাণের চাবিকাঠি।
(ইবন তাইমিয়্যাহ (রহঃ) মজসুউল_ফতওয়া_১০/৬৬১

আল্লাহ আরো বলে,যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিগে দৌড়ে যায়। মুসলিমঃ২৬৮৭

হতাশ হবেন না! কেননা,”একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।” [সূরা_ইউসুফ_৮৭]

আল্লাহ কষ্টের পর সুখ দেবেন।
সূরা_আত_তালাক_৬৫ঃ৭

Leave a Reply

Your email address will not be published.