Uncategorized

নম্র ব্যবহার করা

121293713 10223609345279857 7199678349712200043 o

নবী ﷺ বলেছেনঃ তোমরা নম্র ব্যবহার করো, কঠোর ব্যবহার করো না।

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

আদম (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নম্র ব্যবহার করো এবং কঠোর ব্যবহার করো না। আর মানুষকে শান্তি দাও এবং মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করো না। (সহীহ বুখারী (ইফাঃ),অধ্যায়ঃ ৬৫/ আচার ব্যবহার, হাদিস নম্বরঃ ৫৬৯৪)আবুল ইয়ামান ও লায়স (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার এক বেদুঈন মসজিদে পেশাব করে দিলো। তখন লোকজন তাকে শাসন করার জন্য উত্তেজিত হয়ে পড়ল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তোমরা তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি অথবা একপাত্র পানি ঢেলে দাও। কারণ, তোমাদের নম্র ব্যবহারকারী বানিয়ে পাঠানো হয়েছে কঠোর ব্যবহারকারী হিসেবে পাঠানো হয় নি। (সহীহ বুখারী (ইফাঃ),অধ্যায়ঃ ৬৫/ আচার ব্যবহার, হাদিস নম্বরঃ ৫৬৯৮)

Leave a Reply

Your email address will not be published.