Uncategorized

পর্দা

141608411 1383614865310181 182978610750685299 n

………………………………

সাদ বিন উবাদাও(রা.) পুরুষ আর আপনিও পুরুষ….সাদ বিন উবাদা (রা.) বলেন, “যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি, তাহলে তরবারি দ্বারা তার (পুরুষ) শিরশ্ছেদ করে ফেলবো।”.এ কথা রাসূল ﷺ এর কাছে পৌছলে তিনি বললেন,.“তোমরা কি সা’দের ঈর্ষায় আশ্চর্যবোধ করছ? আল্লাহ্‌’র কসম, আমি ওর থেকেও বেশী ঈর্ষাবান এবং আল্লাহ্‌ আমার থেকেও বেশী ঈর্ষাবান। আর এ জন্যই তিনি গুপ্ত ও প্রকাশ্য সকল অশ্লীলতাকে অবৈধ ঘোষণা করেছেন।”.[সহীহ বুখারী, হাদীস নং ৭৪১৬]

আর এদিকে স্ত্রীকে তার দুলাভাই-দেবরের সাথে খুনসুটি,তাদের সাথে খোলামেলা চলাফেরা দেখেও আপনার মধ্যে কোন বোধ কাজ করে না!বরং নববধূর লাজুকতা দেখে কপট রাগ দেখিয়ে বলেছেন-‘ঘরের মানুষের সাথে এত লজ্জা কিসের?’সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেছেন যাতে তথাকথিত পার্টি-কালচারাল প্রোগ্রামে অন্যসব কলিগদের স্ত্রীর সামনে আপনার স্ত্রীর সৌন্দর্য্যের কমতির কারনে ছোট হতে না হয়!অফিসের বস-কলিগরা যখন আপনার সামনেই স্ত্রীর ‘ফিগার’ নিয়ে কথা বলেছে আর আপনি মুখ টিপে হেসেছেন;অভিনব সব শব্দচয়নে তার ‘রূপের আগুনের’ ভূয়সী প্রশংসা করেছে আর তখন আপনার গর্ববোধ হয়েছে!জ্বী হ্যাঁ,আপনিও পুরুষ আর সাদ বিন উবাদাও পুরুষ,পার্থক্যটা শুধু ‘গায়রতে’!আফসোস,বড়ই আফসোস!

Leave a Reply

Your email address will not be published.