Uncategorized

প্রশ্ন: ‘সাত সালাম’ কি এবং তা কি সহিহ হাদিসে আছে? ‘সাত সালাম’ কেন পড়া হয়?

155165702 1170958483323695 9022471195988812938 n

প্রশ্ন: ‘সাত সালাম’ কি এবং তা কি সহিহ হাদিসে আছে? ‘সাত সালাম’ কেন পড়া হয়?
উত্তর:
কুরআনে সাত স্থানে সাতটি সালাম শব্দ আছে। এগুলোকেই ‘সাত সালাম’ বলা হয়। আয়াত সমূহ হল:

১) সূরা ইয়াসিন এর ৫৮ নং আয়াত।
২) সূরা সাফফাত এর ৭৯ নং আয়াত।
৩) সূরা সাফফাত এর ১০৯ নং আয়াত।
৪) সূরা সাফফাত এর ১২০ নং আয়াত।
৫) সূরা সাফফাত এর ১৩০ নং আয়াত।
৬) সূরা ফুরকান এর ৬৩ নং আয়াত।
৭) এবং সূরা কদর এর ৫ নং আয়াত।

এই সাত সালাম পড়ার নানা পদ্ধতি ও নানা ফযিলতের কথা বলা হয়। যেমন:

  • যারা সকাল-সন্ধ্যা এ আয়াত পাঠ করবে তারা আল্লাহর রহমতে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে,
  • জিনাক্রান্ত রোগী ভালো হবে,
  • সাপে কামড়ের রোগী সুস্থ হবে,
  • কোন ধরণের বিষক্রিয়া হলে এই সাত সালাম একবার পড়ে পানিতে দম করবে। এভাবে সাতবার দম করে ঐ পানি রোগীকে পান করালে বিষক্রিয়া নষ্ট হবে ইত্যাদি।

কিন্তু এ সব কথার পক্ষে হাদিসের কোনও দলিল বা সাহাবিদের কোন আমল পাওয়া যায় না।
এভাবে সাত সালামের আমল করায় যদি কোনও উপকার থাকতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে অবশ্যই শিক্ষা দিয়ে যেতেন-যেভাবে তিনি সূরা ফাতিহা, তিন কুল, আয়াতুল কুরসি ইত্যাদি আয়াত ও বিভিন্ন রুকিয়া সংক্রান্ত দুআ পাঠের পদ্ধতি ও উপকারিতা শিক্ষা দিয়েছেন।

সুতরাং কুরআনের আয়াতকে ইচ্ছামত যেখানে-সেখানে মন মত ব্যবহার করা থেকে বিরত থাকা অপরিহার্য। অন্যথায় তা বিদআতি আমল হিসেবে আল্লাহর নিকট গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ ক্ষমা করুন। আমিন।
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *