আপনি ফেইসবুকে এসে যা লিখছেন ফেরেশতারা কিন্ত তা রেকর্ড করতে ভুল করছেনা।
.
আঙ্গুলের চাপে কিবোর্ড থেকে বের হয়ে আসা প্রতিটি শব্দের হিসেব হবে।
.
হিসেব হবে অন্যের নামে ফেবুকে এসে দেওয়া অপবাদের।
.
হিসেব হবে অহেতুক লাইক কমন্টের।
অহেতুক অন্যকে অপমান, সম্মানহানি করে দেওয়া প্রতিটি পোস্টের, মেসেজের আর কমেন্টের।
.
হিসেব হবে প্রতিহিংসার বশবর্তী হয়ে অন্যের নামে গীবত করে দেওয়া প্রতিটি পোস্টের, কমেন্টের আর ইনবক্সে দেওয়া মেসেজের।
.
তাই সাবধান!
ফেইসবুকে এসে যদি একান্তই কিছু লিখতেই হয় সেটা যেন কল্যাণকর কিছু হয়।
.
সব জায়গায়, সব বিষয়ে আমার নাক গলাতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতেই হবে-এমন ধারণা বিধ্বংসী।
.
বলতে হলে, লিখতে গেলে সেটা আমার জন্য কল্যাণকর, মঙ্গলজনক কিনা ভেবে দেখতে হবে।
.
আর না হয় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ।
হাদিসে এসেছে, “যে ব্যক্তি চুপ থাকল সে নাজাত পেল।” [তিরমিজি, হাদীস:২৫০১]
ফেইসবুক

14
Oct