Uncategorized

ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়

133772103 432506884546594 6540444102306090233 n

গুনাহ হয়ে গেলে তার পরিবর্তে ভাল কাজ করতে হবে।হতে পারে ২ রাকাত সালাত পড়ে তাওবা করা, যিকির করা, কুরআনের কিছু তিলাওয়াত করা, নফল সিয়াম রাখা বা সাদাকা করা ইত্যাদি।মহান আল্লাহ তা’আলা বলেছেন, “তবে যে সীমালংঘন করে, অতঃপর মন্দ কাজের পরিবর্তে ভালো কাজ করে; নিশ্চয় (তার প্রতি) আমি চরম ক্ষমাশীল, পরম দয়ালু।”(সূরা আন নামল ২৭, আয়াত-১১)হাদিসে এসেছে,আবূ যার জুনদুব বিন জুনাদাহ্ এবং আবূ আব্দুর রহমান মু’আয বিন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত আছে, তারা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তুমি যেখানে যে অবস্থায় থাক না কেন আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক মন্দ কাজের পর ভাল কাজ কর, যা মন্দ কাজকে মুছে দেবে; আর মানুষের সঙ্গে ভাল ব্যবহার কর।” [তিরমিযী: ১৯৮৭, এবং (তিরমিযী) বলেছেন যে, এটা হচ্ছে হাসান হাদীস। কোন কোন সংকলনে এটাকে সহীহ্ (হাসান) বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.