Uncategorized

ভুল বশত: ওজু ছাড়া সালাত আদায় করলে কী করণীয়?

150705717 1161665284253015 6282638778021870482 n


প্রশ্ন: আসর নামায পড়ে মার্কেটে গেলাম। তারপর মাগরিবের সময় হলে আমার ওজু আছে এমন ধারণা বশত: নতুনভাবে ওজু না করেই মাগরিব সালাত পড়লাম। তারপর প্রায় ঘণ্টা খানেক পর মনে পড়ল যে, আমি বাসা থেকে পেশাব করে বের হয়েছিলাম। এখন এ ব্যাপারে কুরআন ও সহিহ হাদিস কী বলে বা আমার এখন কী করণীয়?
উত্তর:
এখন আপনার করণীয় হল, ওজু করে মাগরিব সালাতটা পুনরায় আদায় করে নেয়া। কেননা শরীর, পরিধেয় বস্ত্র এবং সালাতের স্থান পবিত্র হওয়া সালাতের পূর্বশর্ত। অন্যথায় সালাত আল্লাহর নিকট গৃহীত হবে না। হাদিসে এসেছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ “‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ
আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, “আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না।” (সহিহ ইবনে মাজাহ হা/২২৩)
তবে ভুল বশত: এমনটি ঘটার কারণে ইনশাআল্লাহ গুনাহ লিখা হবে না-যদি অনতি বিলম্বে ওজু করে উক্ত সালাতটা আদায় করে নেয়া হয়।
আল্লাহ তাআলা বলেন,
رَبَّنا لا تُؤاخِذنا إِن نَسينا أَو أَخطَأناّ
“হে আমাদের পালনকর্তা, আমরা যদি ভুলে যাই কিংবা হঠাৎ অনিচ্ছাবশত: কোন ভুল করে ফেলি তবে আমাদেরকে ধরিও না।” [সূরা বাকারা: ২৮৬]
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *