Uncategorized

মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক..

122588056 177073697386854 3669313659344427852 n

মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
১.রাসূল (সঃ)বলেন, ‘‘সোম ও বৃহস্পতিবার জান্নাতের দ্বারসমূহ খুলে দেওয়া হয়। (ঐ দিনে) প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা ক‘রে দেওয়া হয়, যে আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার স্থাপন করেনি। কিন্তু সেই ব্যক্তিকে নয়, যার সাথে তার মুসলিম ভাইয়ের শত্রুতা থাকে। (তাদের সম্পর্কে) বলা হয়, এদের দু’জনকে সন্ধি হওয়া পর্যন্ত অবকাশ দাও, এদের দু’জনকে সন্ধি হওয়া পর্যন্ত অবকাশ দাও।’’
রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৫৭৬
২. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘‘কোন মুসলিমের জন্য এ কাজ বৈধ নয় যে, তার কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে। সুতরাং যে ব্যক্তি তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে।’’

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৬০৩
৩. নবী সাঃ বলেছেন, ‘‘যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তা’আলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন।’’

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৫৩৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *