Uncategorized

যে দুআ পড়লে জান্নাতে বৃক্ষ রোপণ করা হয়:

52498778 645074125912136 7132553773586579456 n

যে দুআ পড়লে জান্নাতে বৃক্ষ রোপণ করা হয়:
▬▬▬◄✪✪► ▬▬▬
পড়ুন নিম্নোক্ত হাদিস দুটি:
🌴 জাবের রা. হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«مَنْ قَالَ : سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ» رواه الترمذي
“যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহ’ পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়।” (তিরমিযী ৩৪৬৪, হাসান)
🌳 আবু হুরায়রা রা হতে বর্ণিত। তিনি বলেন, তিনি একদিন বৃক্ষ রোপণ করছিলেন। ইত্যবসরে রাসুল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সেখান দিয়ে যাওয়ার সময় বললেন,
আবু হুরায়রা, তুমি কী রোপণ করছ? আমি বললাম, একটা বৃক্ষ।
রসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বললেন,
ألَا أدُلُّكَ على غِراسٍ ، هو خيرٌ مِنْ هذا ؟ تقولُ : سبحانَ اللهِ ، والحمدُ للهِ ، ولا إلهَ إلَّا اللهُ ، واللهُ أكبرُ ، يُغْرَسُ لكَ بِكُلِّ كَلِمَةٍ منها شجرةٌ في الجنةِ
“এর চেয়ে উত্তম বৃক্ষ রোপণ সম্পর্কে তোমাকে বলব কি? তুমি “সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা-ইলাহা ইল্লাল্লা-হু, ওয়াল্লাহু আকবার’ এই জিকিরগুলো বলবে। তাহলে প্রতিটি জিকিরের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হবে।” (ইবনে মাজাহ, তারগীব ওয়া তারহীব, সহীহুল জামে, হা/ ২৬১৩, সহীহ)
আল্লাহ আমাদেরকে উক্ত হাদিস দ্বয়ের প্রতি আমল করার তাওফিক দান করুন। আমীন।
▬▬▬◄✪✪► ▬▬▬
লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Leave a Reply

Your email address will not be published.