Uncategorized

রোগ-ব্যাধি বিপদ-আপদ দেখা দিলে বরং সর্ব অবস্থায় যে আমল করা উচিতঃ

168490225 3836429843138103 1368660093376070172 n

আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকীন-আস্থা ও ভরসা করে আমরা নিম্নের আমলগুলো সারা জীবন করলে আল্লাহর রহমতে নিরাপত্তা লাভ করা যাবে।
1) নিয়মিত সকাল-সন্ধার দোয়া জিকির গুলো পাঠ করা। এর ফলে সকল প্রকার অনিষ্ট থেকে ইন্শা আল্লাহ বাঁচা যাবে।
2)বাড়ি থেকে বের হওয়ার সময় নিম্নের দোয়া টি পাঠ করাঃ
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।’
অর্থ : আল্লাহর নামে, আল্লাহর ওপর ভরসা করে বের হচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বিরত থাকা সম্ভব নয়।
3)স্কুল-প্রতিষ্ঠান,অফিস-কর্মস্থল,মাঠে-ময়দান যে কোন স্থানে পৌঁছে নিম্নের দোয়াটি পাঠ করুন, সেখানে থাকা পর্যন্ত কোন কিছুতে ইন্শা আল্লাহ ক্ষতি করবে নাাঃأَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
(আ‘ঊযু বি কালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব)।
“আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর যাবতিয় সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।”
4) যে কোন সময় নিম্নের দোয়াটি পাঠ করতে থাকুনঃযে কোন কঠিন রোগ থেকে আশ্রয় চেয়ে দুয়াঃ
আনাস রাঃ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া করতেন।
اَللَّھُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَسَیِّءِ الْاَسْقَامِ
উচ্চারনঃ ‘আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া ছাইয়্যি ইল আসকম’
অর্থ: হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ,কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্নক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
(আবু দাউদ ২/৯৩,সহী তিরমিযী ৩/১৮৪; সহিহ নাসাঈ ৩/১১১৬)

Leave a Reply

Your email address will not be published.