সাদ ইবনে আবী ওয়াক্কাস রা. থেকে বর্ণিত। রাসূল সা. বলেছেন,
إنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بهَا وجْهَ اللَّهِ إلَّا أُجِرْتَ عَلَيْهَا، حتَّى ما تَجْعَلُ في فَمِ امْرَأَتِكَ
”তুমি যা কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে, তার জন্য অবশ্যই প্রতিদান পাবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও তার জন্যও সওয়াব পাবে।” [সহিহ বুখারি, অনুচ্ছেদ: মেয়েদের মিরাস]

17
Feb