আল্লাহ তায়ালা ‘হারাম’ বা নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। বান্দারা এ সম্পর্কে কেমন আচরণ করে তা তিনি লক্ষ্য করে থাকেন। কে জান্নাতী হবে আর কে জাহান্নামী হবে এই হালাল হারামের অনুসরণের মাধ্যমেই নির্ধারিত হয়ে যায়। যারা জাহান্নামী হবে তারা সর্বক্ষণ নিজ প্রবৃত্তির পূজায় মগ্ন থাকে যা দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে।
আর যারা জান্নাতবাসী হবে তারা দুঃখ কষ্টে সর্বদা ধৈর্য ধারণ করে থাকে- যে দুঃখ কষ্ট দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। মোটকথা এ পরীক্ষা না থাকলে কে সত্যিকারভাবে আল্লাহর আবুগত্যকারী আর কে আনুগত্যকারী নয় এ দু’য়ের মাঝে পার্থক্য করা যেত না। আলোচ্য কিতাবে আল্লাহর আনুগত্য পরিমাপক এমন সব হারাম কাজকে তুলে আনা হয়েছে যা মানুষ হালকা মনে করে অথচ তা আমাদের সমাজে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে, আর বহুসংখ্যক মুসলমান তা নির্দ্বিধায় করে চলেছে।
Mahadi –
Nice book