অতএব, রাসূল সাঃ বলেন
به أخيرين
إن الله يرفع بها الكتاب أقواما وي
আল্লাহ তায়ালা এ কিতাবের দ্বারা বহু জাতিকে উপরে উঠান এবং এর দ্বারা অন্যান্য বহু লােককে নীচু করে দেন। আর এ মহিমান্বিত কিতাব বহু আয়াতের সমাহার, তার মধ্যে সুমহান, সর্বোত্তম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ আয়াত হল, যেমন মহা সত্যবাদী বিশ্বস্ত রাসূল অতনু খবর দিয়েছেন আর তা হলাে আয়াতুল কুরসী। সুতরাং তা পড়া, পাঠ-পঠন, তার চিন্তা-গবেষণা, তার প্রতি ঈমান, আমল এবং তার তাবলীগ প্রচার প্রসারের মাধ্যমে গুরুত্ব প্রদান করা শ্রেষ্ঠ ওয়াজিবসমূহের অন্তর্ভুক্ত। অনুরূপ তা শক্তভাবে ধারণ ও মজবুতভাবে আঁকড়ে ধরাও সর্বাধিক অপরিহার্য ও গুরুত্বপূর্ণ। যদি এ উম্মত বর্তমানে যে সমস্ত কষ্ট ও দুর্ভাগ্য হতে মুক্তি পেতে চায় এবং ইহকাল-পরকারের সৌভাগ্য ও কৃতকার্যতা অর্জন করতে চায়।
তাই সর্বশক্তিমান রবের নিকট আমার আশা, তিনি যেন আমাকে এ নগণ্য দুর্বল প্রচেষ্টা পেশ করার তওফীক দেয়ার মাধ্যমে বরকতময় ও বিনয়ের প্রতি অংশ গ্রহণের দ্বারা এ উম্মতকে তার রবের কিতাবের দিকে প্রত্যাবর্তনের তাওফীক প্রদান করেন, এবং যেন তারা তাদের হারান সম্মান ও অবশিষ্ট মর্যাদায় ফিরে আসতে পারেন। তাই আমি আমার মহান রবের তাওফীকে দৃঢ় প্রত্যয় হয়েছি।
Reviews
There are no reviews yet.