ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ…
ইসলামের সব কাজই সুন্দর, সব কাজই শ্রেষ্ঠ। তবুও কিছু কাজকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে।
১/ অন্নদান করা।
২/ পরিচিত-অপরিচিত সকল মুসলিমকে সালাম দেয়া।
আব্দুল্লাহ ইবনে আমার ইবনে আ’স (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করল, “ইসলামের কোন কাজটি সর্বোত্তম ?” তিনি জবাব দিলেন,
“তুমি অন্নদান করবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দিবে।”(বুখারি ও মুসলিম).
৩/মুসলিম জনগণকে নিজের জিব ও হাত থেকে নিরাপদ রাখা।
আবূ মুসা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রাসূল! সর্বোত্তম মুসলমান কে?’ তিনি বললেন,
“যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে।” (বুখারি ও মুসলিম)
৪/ দীনি জ্ঞান রাখার সাথে চরিত্র সুন্দর করা।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “তোমাদের মধ্যে ইসলামে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে তোমাদের মধ্যে চরিত্রে সবার চেয়ে সুন্দর; যদি দীনি জ্ঞান রাখে।” (বুখারির আল-আদাবুল মুফরাদ, সহিহুল জামে)
৫/ একনিষ্ঠতা ও উদারতা ।
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, “সর্বশ্রেষ্ঠ ইসলাম হল একনিষ্ঠতা ও উদারতা।” (সহিহুল জামে)
৬/ সুন্দরভাবে ঋন পরিশোধ করা।
আবু রাফে’(রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (সাঃ) এক ব্যক্তির নিকত হতে একটি তরুন উট ধার নিয়েছিলেন। অতঃপর যখন তাঁর নিকট সদকার উট এল তখন তিনি আবু রাফে’কে ঐ লোকটির তরুন উট পরিশোধ করে দিতে আদেশ করলেন। আবু রাফে’ তাঁর নিকট এসে বললেন, ‘সপ্তবর্ষীয় বাছাই করা ভালো ভালো উট ছাড়া অন্য কিছু পেলাম না।’
নবী (সাঃ) বললেন,
“ওইটাই ওকে দিয়ে দাও।কারন, মুসলিমদের মধ্যে উত্তম সে, যে পরিশোধ করায় উত্তম।” (নাসাঈ)
(পৃঃ ১৯৫)
Reviews
There are no reviews yet.